এতদ্বারা অত্র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালে অধ্যনরত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কাজ চলমান। সে লক্ষে আগামা ১১.০৯.২০২৫খ্রি. তারিখের মধ্যে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন (ইংরেজি আবশ্যক), পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (স্কুল ড্রেস পরিহিত), পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র এবং রেজিষ্ট্রেশন ফি বাবদ 300/- জমা প্রদান করতে হবে।